আমার কলেজ জীবনের ১০ আক্ষেপ 😔
১) ক্লাবে জয়েন করো। সহশিক্ষা কার্যক্রমে অংশ নাও। অভিজ্ঞতা অর্জন করো।
২) ক্লাস ক্যাপটেন হওয়া নেতৃত্বদান করার অনেক বড় একটা সুযোগ। মিস করো না।
৩) Great minds talk about ideas. Average minds talk about events. Poor minds talk about people.
তাই মানুষের ব্যাপারে কথা নয়। আলোচনা করো আইডিয়া নিয়ে।
৪) প্রতিষ্ঠানে আয়োজিত বিজ্ঞান মেলা, ইংলিশ ফেস্ট, ডিবেট কার্নিভালের মতো ইভেন্টগুলোতে অংশ নাও।
৫) কোনো কিছু নিয়েই দম্ভ করো না।
৬) কাউকে অসম্মান/ অশ্রদ্ধা করো না।
৭) আত্মবিশ্বাসী হওয়া ভালো। তবে অতি অাত্মবিশ্বাসী না হওয়াই মঙ্গল।
৮) সব বন্ধুত্বই দীর্ঘস্থায়ী হবে এমনটা ভাবা ভুল।
৯) কলেজ মাঠে খেলো। এই স্মৃতিগুলো থেকে যাবে।
১০) অবসর সময় খেলাধুলায় ব্যয় করো। অবশ্যই ভিডিও গেম নয়।
তোমরা যারা কলেজে পড়ছো তাদের বলছি, এখন থেকেই এই কাজগুলো করো যাতে ভবিষ্যতে, আমার মতো 'I wish....' বলতে না হয়! ❤
Ayman Sadiq
Teacher | Storyteller | Author
Founder & CEO, 10 Minute School
www.10minuteschool.com
Facebook Page:
Facebook Profile:
Instagram Profile:
"Be happy and spread happiness!"
Personal Website:
0 Comments