+++++++++++++++++++++++++++++++++++++++++++
আয়ুর্বেদ শাস্ত্রে তুলসী একটি মহা-মূল্যবান ঔষধিগাছ।তুলসী গাছের পাতা , শিকড় , বীজ সবই ঔষধি হিসাবে ব্যবহার করা হয়। প্রতিদিন ৫-৭ টি তুলসী পাতা খেলে বৃদ্ধি ও স্বরন শক্তি বাড়ে। তুলসী গাছ যেসমস্ত রোগের ঔষধি হিসাবে ব্যবহার করা হয় সেগুলো হল - চর্মরোগে,সর্দি-কাশিতে ,কানের ব্যথায়, যৌনদূর্বলতা, জ্বর প্রতিরোধে,ডায়রিয়া হলে,বক্ষপ্রদাহ ও উদারাময়,পোড়া দাগ,বিষাক্ত কীট-পতঙ্গ কামড়ালে,ম্যালেরিয়া জ্বর সহ অন্যান রোগের রোগের ঔষধি হিসাবে ব্যবহার হয়।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
0 Comments