Advertisement

Acro Medical-One Stop Online Home Based Medical Service

Acro Medical-One Stop Online Home Based Medical Service অ্যাক্রো মেডিকেলঃ
২০১৯ এর প্রথম থেকে বাংলাদেশে চিকিৎসা সেবা কে সহজ ও সময় উপযোগি করে প্রতিটি ব্যাক্তিকে একই ছাতার নিচে আনতে কাজ করে যাচ্ছে অ্যাক্রো মেডিকেল।সময়ের সাথে সাথে অ্যাক্রো পরিবারের সদস্য সংখ্যা আজ তিন সংখ্যায় পৌঁছেছে।পৌঁছে গেছে নতুন দিনের নির্ভরতা বিহীন,পরিপূর্ন পরিকল্পনা অনুযায়ি চিকিৎসা সেবা।এর সাথে অ্যাক্রোর কাধে এসেছে অনেক গুন বেশি দ্বায়িত্ব ও নির্ভরতার প্রতীক হয়ে উঠার মতো মহান অর্জন।
এমন অবস্থায় আমাদের চলার পথকে আরো উন্নত ও আধুনিক করার জন্য খুব শীঘ্রই টিম অ্যাক্রো মেডিকেল কেয়ার পৌঁছে যাবে আপনার ঠিকানায়,জানবে আপনার প্রয়োজন,ভাললাগা,আস্থা ও নির্ভরতার গল্পগুলো।আর তা পৌঁছে দিবে বাংলাদেশের হাজারো মা,বাবা,ভাই,বোন দের মাঝে।যারা হয়ত অধির আগ্রহে প্রত্যাশা করে এমন একটি পরিকল্পিত স্বাস্থ্য সেবা তাদের আপনজনদের জন্য।তাই নিয়মিত চোখর রাখুন Acro Medical Care এর Facebook Page,Youtube,Linkedin আইডি সমূহতে।আমাদের অত্যাবশ্যকীয় মৌলিক চাহিদা গুলোকে পূরন করতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস গুলো কিভাবে আজ অনেক মানুষের ভালোবাসা,আস্থা ও নির্ভরতার কেন্দ্র বিন্দুতে নিয়ে যাচ্ছে Acro medical কে।Start up কোম্পানি হিসাবে ডিজিটালাইজড এর সর্বোচ্চ ব্যবহার করে নীরবে কিভাবে ছড়িয়ে পড়ছে Acro medical এর পরিধি,পরিচিতি,বাংলাদেশের সীমানা পেড়িয়ে আজ কানাডা,যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য,জাপান,অষ্ট্রেলিয়া,ব্রুনিয়া,কুয়েত সহ বহু দেশের মানুষের কাছে।

#Homebasedmedicalservice,#Diagnostichomeservice,#Nursinghomesupport,#parentcareunit,#telemedicine,#physiotherapyhomecare,#attendantsupport,#newbornscreening,#medicinehomedelivery,#medicalaccessories,

Post a Comment

0 Comments